Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় ১১ টি সংগঠনের মানববন্ধন ও সমাবেশ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ১১টি সামাজিক সংগঠন। শনিবার বেলা সাড়ে ১১টায় মহাসড়কের চকরিয়া পৌরশহরের নিউমার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া শাখা, স্বেচ্ছাসেবী সংগঠন পিএফজি, সুজন, কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া অ্যাডভোকেট’স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, চকরিয়া মানবকল্যান ফাউন্ডেশন, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন এবং চকরিয়া প্রবাসী কল্যান সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। ব্যস্ততম এ সড়কে দুর্ঘটনা যেন নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অনেকে কাতরাচ্ছেন হাসপাতালে। দৈনিক ১০ হাজারের বেশি যানবাহনের চলাচল থাকলেও মহাসড়কটি প্রয়োজনের তুলনায় খুব সরু ও সংকীর্ণ। দৈনিক ৪-৫টি ছোট বড় দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের ।

বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেন করা না হলে কঠোর কর্মসূচির পালন করা হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির চকরিয়া উপজেলা সভাপতি ও চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি লুৎফুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির কক্সবাজার জেলা আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, জেলা সমন্বয়কারী কলিম উল্লাহ, চকরিয়া উপজেলার সদস্য সচিব হামিদুল ইসলাম (মোর্শেদ), চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন হেলালী, বাংলাদেশ ইসলামী আন্দোলন চকরিয়া উপজেলা সভাপতি শেখ আহমদ কবির, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ ও আবদুল মজিদ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, জাতীয় পার্টির নেতা শামসুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মো. কামরুল হাসান, সফিনা আজিম, আইনজীবী জাফর আলম (দিদার), সচেতন নাগরিক কমিটির (সনাক) চকরিয়া সভাপতি সন্তোষ কুমার সুশীল।

32Shares