Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে ভোররাতে ট্রাকভর্তি মাছ লুট

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোর রাতে আনুমানিক ১০ লাখ টাকার মাছবোঝাই একটি ট্রাক সংঘবদ্ধ ডাকাতদল লুট করেছে। এর মধ্যে মাত্র ৩ লাখ টাকার মাছ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে রাত ৩টার দিকে ঈদগাঁও থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে ঈদগাঁও গরু বাজার সংলগ্ন ফজল মার্কেটের মাছের আড়তে ঘটেছে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল চট্টগ্রাম থেকে মাছবোঝাই ট্রাকটি রাত আড়াইটার দিকে ঈদগাঁও ফজল মার্কেট মাছের আড়তে পৌঁছায়। ট্রাকচালক জাহাঙ্গীর গাড়ি পার্কিং করে বিশ্রামে গেলে ১০ /১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটি চালিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। 
পরে স্থানীয়রা ট্রাক মালিকের নাম্বারে ফোন করলে ঘটনাটি চাউর হয়। পরে আড়তদার ও ট্রাক মালিক গিয়ে গাড়িসহ মাছ উদ্ধার করলেও ততক্ষণে  প্রায় ৭ লাখ টাকার মাছ লুট হয়ে যায়। এসব মাছ বারআউলিয়া, শাহ আমানত, বিসমিল্লাহ ও আল্লাহর দান মৎস্য আড়তদারের বলে জানা গেছে। 

ঈদগঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

0Shares