Search
Close this search box.
Search
Close this search box.

প্রকাশিত সংবাদের প্রতিবাদের মোহাম্মদ হোছাইনের

আমি মোহাম্মদ হোছাইন, পিতা হাজী বদিউল আলম, সাং-সবজীবন পাড়া, ফাঁসিয়াখালী, বারবাকিয়া, পেকুয়া। গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মালিকানাধীন পেকুয়া মৌজার চৌমুহনী এলাকার ৮৭১ নম্বর বিএস খতিয়ানের ২১০২ দাগের পাঁচ কড়া জায়গা নিয়ে বিব্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। গত ৮/০৪/২০২৫ ইংরেজি নুরুল হুদার কাছ থেকে ৩ কড়া এবং ০৭/০৫/২০২৫ ইং আফতাব উদ্দিনের কাছ থেকে ২ কড়া জায়গা ক্রয় করে আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি এবং জায়গায় বর্তমানে পানের দোকান ও চালের দোকান রয়েছে। এর আগে ১৭/০২/২০২১ ইং নুরুল হুদা ৯ কড়া জমি বিএস মালিক শওকতুল ইসলাম চৌধুরী ও মেহতাবুল ইসলাম চৌধুরীর কাছ থেকে ক্রয় করেন। একইভাবে গত ০২/০৩/২২ ইং শওকতুল ইসলাম চৌধুরীর কাছ থেকে ৬ কড়া জায়গা করেন আফতাব উদ্দিন।

কিন্তু অত্যন্তের দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন ধরে রাজাখালীর লালজানপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে খোরশেদ আলীর নেতৃত্বে একটি জবরদখলকারী গোষ্ঠী আমি দোকানের উন্নয়ন কাজ করতে গেলে মোটা অংকের চাঁদা দাবি করে। তাঁদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিভিন্ন নাটক মঞ্চস্থ করে। কিছুক্ষণ সাংবাদিক সম্মেলন করে আবার কিছুক্ষণ আমার দোকানগৃহে মহিলা ঢুকিয়ে দিয়ে জবরদখলের চেষ্টা করে। আমি পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ জবরদখলকারীদের ধাওয়া দিয়ে দোকানগৃহ থেকে বের করে দেয়।

আমি এবিষয়ে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

0Shares