Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন দেখতে কক্সবাজার সফর করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।

রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা, নারী উন্নয়ন ও দক্ষতা কর্মসূচি পরিদর্শন করে তিনি বলেন, ‘মানবিক সহযোগিতার এই প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারে পৌঁছান যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। দিনভর তিনি উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন, কথা বলেন শরণার্থী নারী, শিশু ও কর্মসূচি–সংশ্লিষ্টদের সঙ্গে।

শিক্ষা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ

সকালে চ্যাপম্যান ইউএনএইচসিআর ও আইএসসিজির সমন্বয়ে উখিয়ার বালুখালী ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তিনি ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। ক্লাশরুমে বসে শিশুদের পাঠদান পর্যবেক্ষণ করেন, তাদের সঙ্গে গল্প করেন এবং জানতে চান তারা ভবিষ্যতে কী হতে চায়। শিক্ষকদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান, সীমিত সুযোগের মধ্যেও কীভাবে তারা শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘শিক্ষা হলো রোহিঙ্গা শিশুদের ভবিষ্যতের আলো—তাদের মনোবল অটুট রাখা জরুরি।’

পরে তিনি নারীবান্ধব কেন্দ্র ঘুরে দেখেন। সেখানে হস্তশিল্প, সেলাই, বাগান ও সাবান তৈরির কাজে নিয়োজিত নারীদের সঙ্গে কথা বলেন। নারী উদ্যোক্তারা তাকে জানান, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন ছোট ছোট আয়সূচক কাজে যুক্ত হতে পেরেছেন, যা তাদের পরিবারে কিছুটা স্বস্তি এনেছে। চ্যাপম্যান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বলেন, ‘আপনাদের দৃঢ়তা ও পরিশ্রম অনুপ্রেরণার উৎস। এমন উদ্যোগগুলো নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখছে।’

0Shares