Search
Close this search box.
Search
Close this search box.

খুটাখালী ক্রিকেট একাদশের কমিটি ঘোষণা

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ক্রিকেট একাদশের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে কিশলয় স্কুল হল রুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন খুটাখালী ক্রিকেট একাদশ সভাপতি বেলাল উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।

সভায় ক্রিকেট একাদশের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক কার্যক্রম এবং আসন্ন ক্রিকেট টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক দল গঠনের বিষয়ে আলোচনা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন কাকন, সহ-সভাপতি যথাক্রমে মুবিনুল হক, কামাল হোছাইন, আনিসুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক ইমরান হোছাইন,সাংগঠনিক সম্পাদক ইশতিয়াগ মাহমুদ, অর্থ সম্পাদক সোহরাব হোসাইন, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দু ছমদ।
সদস্যরা হলেন- সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, মো: হাসান,  আরমানুল ইসলাম, ওমর সানি, শাহিনুল ইসলাম মিন্টু, আবদুল্লাহ আল ফাহিম, শাহাব উদ্দিন খোকা,  শফিকুর রহমান ও জিয়া উদ্দিন। 

এই কমিটি খুটাখালী ক্রিকেট একাদশকে আরও এগিয়ে নিতে এবং কক্সবাজারের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

0Shares