Search
Close this search box.
Search
Close this search box.

বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চকরিয়ার মানিকপুর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় তার মায়ের নামে ‘বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রচেষ্টায় ও নিয়মিত ভালো পাঠদানের ফলে বিভিন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা অংশ নিয়ে শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে।

শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিদুর রহমান কাইছারের সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক এসএম নুরুন্নবী, কৈয়ারবিল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) নুরুল আলম, বিশিষ্ট ব্যাংকার রুবাইয়েত, বেগম আয়েশা হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের অংশ বিশেষ আন্তঃস্কুল প্রীতি ফুটবল ম্যাচ ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় খেলার আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ফুটবল খেলায় বিজয়ী দল এবং রানার্সআপ দল ও মহিলা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আশরাফুল ইসলাম মিলনকে বরণ করে নেওয়া হয়।

0Shares