Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় চুরি হওয়া ৫ স্মার্টফোন উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া এবং নানাভাবে হারিয়ে যাওয়া পাঁচটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারের দিক নির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও ম্যানুয়াল সোর্সিংয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

অভিয়ানে নেতৃত্ব দেন চকরিয়া থানার এসআই মো. সোহরাব সাকিব ও এএসআই খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ও মালিক হারানো পাঁচটি বিভিন্ন মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে উদ্ধার করা মোবাইলগুলো চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নিকট হস্তান্তর করে অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার মোবাইল ফোনগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

0Shares