👤 ডেস্ক রিপোর্ট
দেশের ফুটবলের বড় তারকা হামজা চৌধুরী এবার তার পছন্দের সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন। এই একাদশে জায়গা হয়নি পেলে-ম্যারাডোনার। তবে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিকই জায়গা করে নিয়েছেন তার পছন্দের একাদশে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার পছন্দের কথা। হামজা এই একাদশ সাজিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে।
হামজা জানান, তার দলে কোচ হবেন পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে তিনি রেখেছেন ম্যানুয়েল নয়ারকে। রক্ষণভাগে তার ভরসা দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক আর রবার্তো কার্লোস।
মধ্যমাঠে হামজা বেছে নিয়েছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কান্তে। তাদের নিয়ে তিনি তার স্বপ্নের দল সাজিয়েছেন।
আক্রমণভাগে দুই প্রান্তে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন রোনালদো নাজারিও।
হামজার একাদশে মূলত গেল শতাব্দির শেষ আর চলতি শতাব্দির খেলোয়াড়রাই প্রাধান্য পেয়েছেন। তিনি যেসব খেলোয়াড়ের খেলা সরাসরি দেখেছেন, তাদেরই দলে রেখেছেন। পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফদের মতো সর্বকালের অন্যতম সেরাদের তাই জায়গা মেলেনি এই একাদশে।
হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ–
ম্যানুয়েল নয়্যার;
দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক, রবার্তো কার্লোস;
জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগোলো কান্তে;
লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো।
কোচ– পেপ গার্দিওলা।