Search
Close this search box.
Search
Close this search box.

ফুলগাজীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর বরকত উল্ল্যাহ সমাজে গত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পূর্ববিরোধের জেরধরে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
বরকত উল্ল্যাহ সমাজের বাসিন্দা আব্দুল মতিন পাটোয়ারীর (৫২) পুকুরে এই মাছ নিধনের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মনির আহমেদ জানান, ব্যবসার সুবাদে আবদুল মতিন গ্রামে থাকেন না। রোববার সকালে তার পুকুরে মরা মাছ ভাসতে দেখে তাকে খবর দেওয়া হয়। তিনি জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

পুকুরের মালিক আব্দুল মতিন পাটোয়ারী জানান,
রোববার সকালে তাঁর পুকুরে কিছু মরা মাছ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি এসে দেখেন, তাঁর পুকুরের চাষের মাছের সাথে পুকুরে থাকা সব প্রজাতির মাছ নিধন করা হয়েছে। এতে তাঁর পুকুরে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। তিনি বলেন, এলাকায় তাঁর সাথে কারো বিরোধ থাকতে পারে। তাই বলে পুকুরে বিষ ঢেলে সমস্ত মাছ নিধন করে ফেলবে এটা কেমন শত্রুতা।

তিনি দাবি করেন, পুকুরের পাশে দুর্বৃত্তদের দেয়া একটি বিষের বোতলও পাওয়া গেছ।

ফুলগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে পুকুরের ৭০ শতাংশ পানি বাহিরে ফেলে গভীর নলকূপ থেকে পানি পরিবর্তন করে মাছ চাষ করতে হবে। অন্যথায় পুকুরে মাছ ঠিকে থাকার সম্ভবনা কম।

0Shares