Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার  দাবিতে চকরিয়ায় সড়ক অবরোধ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার  দাবিতে চকরিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একপর্যায়ে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়। 

চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি চকরিয়া পৌরশহরের চিরিংগা থানা রাস্তার মাথা প্রদক্ষিণ করে জনতা মার্কেট মহাসড়কে ব্যারিকেট দিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, আমরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হোক, সেটি চাইনা, অকালে মানুষের প্রাণহানি চাই না। আমরা নিরাপদ সড়ক চাই, এ অবস্থায় অনিতিবিলম্বে মরণফাঁদ হিসেবে পরিণত হওয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক সিদ্দিকী। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

0Shares