👤 ফুলগাজী প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে এ নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার সকাল ১০টার দিকে ফুলগাজী থানার উপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বাড়ির ফটকে অবস্থান করতে দেখা গেছে।
পুলিশ জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার সকালে বিচারপতির বাড়িতে গিয়ে দেখা যায়, পুলিশ ছাড়াও এলাকাবাসি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়িটির সামনে অবস্থান করছ। বাড়িতে থাকা বিচারপতির এক ছোট ভাই আজমির হোসেন মজুমদার (৫০) জানান, সোমবার সকাল ১০ টা থেকে তাদের বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। তাঁর বড় ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের পরিবারের কেউ বাড়িতে থাকেনা। তবে নাশকতার আশঙ্কা থেকে পুলিশ তাদের বাড়িতে নিরাপত্তা জোরদার রেখেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে বিচারপতির গ্রামের বাড়িসহ যে কোন ধরনের নাশকতা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।