Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সিমেন্ট কোম্পানির অনুষ্ঠানে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ডায়মন্ড সিমেন্ট কোম্পানির ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নবী হোসেন প্রকাশ বাবুকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত ১০টার দিকে চকরিয়া পৌরসভার এটিএন পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নবী হোসেন বাবু চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পুকপুকুরিয়া গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, সোমবার রাতে এটিএন পার্ক কমিউনিটি সেন্টারে ডায়মন্ড ট্যালেন্ট হান্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী জয়বাংলা স্লোগান দিলে বিশৃঙ্খলা শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবী হোসেনকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
তৌহিদুল আনোয়ার বলেন, নবী হোসেনের নেতৃত্বে জয়বাংলা স্রোগান দিয়ে বিশৃঙ্খলা করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

0Shares