👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় টিআইবির সহযোগী সংগঠন সনাকের দুর্নীতিবেরোধী সামাজিক আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে চকরিয়া উপজেলা পরিষদের ‘সুগন্ধা’ মিলনায়তনে স্টেকহোল্ডার সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণের স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে ও পূর্ব কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজির সমন্বয়ক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহিন। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য শেয়ার করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন এবং সনাক চকরিয়ার বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া কোর্ডিনেটর মেহেদী হাসান সৌরভ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যগণ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানে পরামর্শ প্রদান করেন।
সনাক সহ—সভাপতি জিয়া উদ্দীনের পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে প্রশ্ন তুলে ধরেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা। সভায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
মতবিনিময় সভায় সনাকের উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান চকরিয়া টিআইবি সনাক সদস্য সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ। শপথ অনুষ্ঠানে ১২৫ জন সনাকের ইয়েস এবং এসিজি উপস্থিত ছিলেন। একইদিন বিকেলে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।