👤 ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ের বিলে বৈদ্যুতিক ফাঁদের তারে স্পর্শ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রহমানিয়াপাড়াসংলগ্ন বিলে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনকর্মীরা হাতিটির মৃতদেহ উদ্ধার করেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, মৃত হাতিটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। এর শরীরের কয়েকটি স্থানে কালচে পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে—বিদ্যুতায়িত ফাঁদে পা দিয়েই হাতিটির মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, সকালে বিলে বড় আকৃতির হাতিটিকে পড়ে থাকতে দেখে ইউপি সদস্যকে খবর দেন তারা। পরে বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে মৃত হাতিটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা ও পল্লি চিকিৎসক মো. ইউনুস বলেন, পাহাড়ে দীর্ঘদিনের খাদ্য সংকটের কারণে বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব বাড়ছে। খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে নেমে আসছে। এতে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়। নিজেদের নিরাপত্তায় অনেকে পাহাড়ি এলাকার আশপাশে বৈদ্যুতিক ফাঁদ বসাচ্ছেন। এতে হাতির মৃত্যু বাড়ছে।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত উখিয়া-টেকনাফ এলাকায় পাঁচটি বন্যহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে একটি মা হাতি, হ্নীলা বিট ও জুমছড়িতে দুইটি, দোছড়িতে একটি এবং সর্বশেষ উখিয়ার পশ্চিম খয়রাতিতে এই হাতিটির মৃত্যু ঘটে