Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে দামি গাড়ি ও কোটি টাকার মাদকসহ এনজিও কর্মী আটক

কক্সবাজারের টেকনাফে দামি ব্রান্ডের গাড়ি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। তিনি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার মো. কামাল উদ্দিন (৪৮)। আটক ব্যক্তি এক এনজিও সংস্থায় কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হোয়াইকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ১টি নোয়াহ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

0Shares