Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১৩

কক্সবাজার চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে সাজা পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ডুলাহাজারা-খুটাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া সেল (গণমাধ্যম শাখা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- সাজা পরোয়ানা মামলার আসামি ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে নাজেম উদ্দিন (৪২), সিআর- ২৮০৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি কাকারা ইউনিয়নের খাদেমপাড়ার মৃত গুরা মিয়ার ছেলে নেজাম উদ্দিন(৪৮), সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাহাড় এলাকার গোলাম বারীর ছেলে জহির উদ্দিন (৫০),
সিআর- ২৪৯৯/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি ডুলাহাজারা উলুবনিয়া এলাকার মৃত আলতাফ আহমেদের ছেলে হারুনুর রশিদ (২৫), একই এলাকার নজরুল ইসলামের ছেলে কাউছার (২১), জিআর- ২৩/২১ মামলার পরোয়নাভুক্ত আসামি বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল (২০), জিআর- ৪৫/১৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি পূর্ববড় ভেওলা ইউনিয়নের আনিছ পাড়ার মো. হোছনের ছেলে মোহাম্মদ জায়েছ (২৬), জিআর- ৬১২/১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার মোহাম্মদ কালুর ছেলে নাছির উদ্দিন (৪০), জিআর- ৪৯৩/২৪ মামলার আসামি খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মোহাম্মদ আবছারের ছেলে মো. সাগর (২১), একই এলাকার খলিল আহমেদের ছেলে জিআর- ৪৯৩/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুল হক (৪১), মোজাফফর আহমদের ছেলে জিআর- ২৩০/১৪ মামলার আসামি মহি উদ্দিন (৩৩), চারটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার মৃত আনু মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৮) ও চকরিয়া থানার নিয়মিত মামলার (নং- ১৫, তারিখ- ১৩/১১/২৫) আসামি পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের হাজীরঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল আলম (৪০)।

থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে যৌথবাহিনীর সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় পরোয়ানাভুক্ত মামলার এসব আসামি গ্রেফতারে থানার এসআই ইমরুল হক, এসআই জাকির হোসেন, এসআই মহি উদ্দিন, এসআই ফরিদ হোসেন, এসআই তাপস দাস, এসআই আনোয়ার, এসআই শফিকুল ইসলাম রাজা, এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এসআই ফারুক হোসেন এবং পিএসআই জালাল, এএসআই খলিলুর রহমান, এএসআই গোলাম মোস্তফা, এএসআই জসিম উদ্দিন, এএসআই দেবু মজুমদার, এএসআই মহিব উল্লাহসহ সঙ্গীয় পুলিশ টিমের সদস্যরা অংশ নেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতার ১৩ জনের
মধ্যে একজন সাজা, ১১ জন পরোয়ানাভুক্ত পলাতক ও একজন নিয়মিত মামলার আসামি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares