👤 বিশেষ প্রতিনিধি
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টের সদস্য সচিব ড.মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম. নূরুল ইসলাম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী আহমেদ নবী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সরওয়ার জাহান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী।
আয়োজিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কর্মকান্ডসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থানান্তরসহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।