Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সরিষা-চিনাবাদাম উৎপাদনে সরকারি প্রনোদনা, ৪৩০ কৃষক পেয়েছেন বিনামূল্যে সার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চলতি রবিশস্য মৌসুমে সরিষা, চিনাবাদাম ফেলন ও গম চাষে উৎপাদন বাড়ানোর একটি টেকসই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর অংশ হিসেবে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে রবিশস্য মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ফেলন ও গমের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। 

চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ ফেরদৌসী, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (উপসহকারী) মো: মহিউদ্দিনসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্য এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। 

চকরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার (হিসাব ও উন্নয়ন) মোঃ আরিফুল ইসলাম বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে রবিশস্য মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা চিনাবাদাম ফেলন ও গমের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। 

চকরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী বলেন, রবিশস্য মৌসুমে কৃষকেরা সরিষা চিনাবাদাম ফেলন ও গম চাষে উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা করতে সরকারিভাবে কৃষি প্রনোদনা দেওয়া হয়েছে। এতে কৃষকেরা আর্থিকভাবে বেশ সাশ্রয়ী হবে।

0Shares