
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার হারবাং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি রেলপথে একজনের মরদেহ পড়ে রয়েছে। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, গতকাল রাতে সর্বশেষ ট্রেন গেছে সৈকত এক্সপ্রেস। ট্রেনটি রাত আটটায় কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হারবাং অতিক্রম করেছে রাত সাড়ে নয়টার দিকে। সেই ট্রেনটিতে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গিয়ে থাকতে পারে।
স্থানীয় লোকজন বলেন, আজ সোমবার সকালে রেললাইনের ওপর একটি লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। পরে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ট্রেন দুর্ঘটনাস্থল অতিক্রম করার আগমুহূর্তে কৃষকেরা লাশটি রেললাইন থেকে সরিয়ে নেয়।
কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথা, হাতে ও বুকের পাঁজরে গুরুতর আঘাত রয়েছে। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশটি আঞ্জুমানে মফিদুলকে হস্তান্তর করা হবে। তাঁরা দাফন কাফনের ব্যবস্থা করবে।





