Search
Close this search box.
Search
Close this search box.

গাড়ির সিটের নিচে তিন হাজার ইয়াবা, চালক কারাগারে

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইট এলাকায় অভিযানে বিশেষভাবে লুকানো তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ঢাকার সাভারের বাসিন্দা মো. জামাল (২৩) নামে এক পিকআপচালককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে অভিযান শেষে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ডিবি সূত্র জানায়, একটি নীল রঙের টাটা কোম্পানির পিকআপ (ঢাকা মেট্রো–ন–২১–৭৬৮৫) করে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান সাভারের দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকাল ৮টার দিকে সন্দেহজনক পিকআপটি দ্রুতগতিতে চেকপোস্টে পৌঁছালে ডিবির সদস্যরা গাড়িটি থামান। চালক পরিচয় দেন মো. জামাল হিসেবে। বেপরোয়া গতির কারণ ও গাড়ির কাগজপত্র চাইলে তিনি অসংলগ্ন জবাব দেন এবং কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদে তিনি গাড়িতে ইয়াবা লুকানোর কথা স্বীকার করেন। পরে গাড়ির চালকের সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়, যাতে তিন হাজার ইয়াবা ছিল। মাদক ও পিকআপ জব্দ করা হয়।

এসআই ইছমাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জামাল স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার সদর এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভারসহ বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করেন। উদ্ধার ইয়াবাও ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে ছিল।

তিনি জানান, পিকআপটি বিশেষভাবে পরিবর্তন করা হয়েছিল, যাতে সিটের নিচে মাদক লুকিয়ে রাখলেও বাইরে থেকে সহজে বোঝা না যায়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী বলেন, গ্রেপ্তার জামালের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ ইয়াবা ও পিকআপসহ তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

0Shares