Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে হকার শেফালী পালের বাড়ির রাস্তা দখল করে স্থাপনার অভিযোগ

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রবীণ পত্রিকা বিক্রেতা শেফালী পাল (৮৬) এর বাড়ির চলাচলের রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। দখলকারীদের হামলা ও ধারাবাহিক হুমকিতে শেফালীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকার মৃত রবীন্দ্র রুদ্রের স্ত্রী শেফালী পাল দীর্ঘ দুই দশক ধরে বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার বাড়ির সামনে চলাচলের রাস্তার পাশে মার্কেট নির্মাণ শুরু করেন পার্শ্ববর্তী বিমল চৌধুরীর ছেলে বিধু ভুষন চৌধুরী ওরফে বিধু মিস্ত্রী। 

তার জমিতে দোকানের ঘর নির্মাণ শেষে গত শুক্রবার রাতে হঠাৎ করে রাস্তার উপরেই ছাদ ঢালাই কাজ শুরু করে বিধুর লোকজন। এতে শেফালীর চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে শেফালী ও তার পরিবার প্রতিবাদ জানায়।

অভিযোগ রয়েছে, এসময় বিধু ভোষন ও তার ছেলে সঞ্জিতের নেতৃত্বে বেশ কজন তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় মেম্বার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন।

শেফালী পাল বলেন, দীর্ঘদিনের চলাচলের রাস্তা রাতের অন্ধকারে দখল করে ছাদ নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবু পাল ভেক্কা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে চলাচলের পথ দখল করে ছাদ নির্মাণ করা হচ্ছিল। আমরা গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এএসআই সুমন জানান, চলাচলের রাস্তায় ছাদ নির্মাণকে ঘিরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম বলেন, উভয় পক্ষকে পরিষদে ডাকা হয়েছে এবং আগামী সোমবার  বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

0Shares