👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান
আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচনে ফাজিল বিভাগে বিনাপ্রতিদ্বন্ধীতায় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোক্তার আহম্মদ কোম্পানি (মোক্তার মেম্বার)।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক ক্যাটাগরীতে প্রতিদ্বন্ধী অন্য কোনো প্রার্থী না থাকায় নিয়ম মোতাবেক তিনি অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
গত ১১ নভেম্বর মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার অভিভাবক, দাতা ও প্রতিষ্ঠাতা ক্যাটাগরীর সদস্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি। তফসিলে ২০ নভেম্বর প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ, ২৩ নভেম্বর জমাদান ও ২৪ নভেম্বর জমা দেওয়া মনোনয়ন ফরম বাছাই করা হয়। ২৬ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, মনোনয়ন ফরম প্রত্যাহারে দুইদিন সময় বাকি থাকলেও মাদ্রাসা গভর্ণিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে (ফাজিল বিভাগে) অন্য কোন প্রার্থী না থাকায় মনোনয়ন ফরম সংগ্রহকারী একমাত্র প্রার্থী আলহাজ্ব মোক্তার আহম্মদ কোম্পানি বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হওয়া বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোক্তার আহম্মদ কোম্পানি (মোক্তার মেম্বার) এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা। একসঙ্গে তিনি একজন সফল ব্যবসায়ীও। তিনি ইতোপূর্বে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। একাধিকবার তিনি ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছিলেন।
অভিভাবক মহল মনে করছেন, দানবীর আলহাজ্ব মোক্তার আহম্মদ কোম্পানি আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার মতো একটি উচ্চপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে হাল ধরার বদৌলতে লেখাপড়ার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।