
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় প্রাণী সম্পদ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর অনুষ্ঠানে ডেইরি খামারি ক্যাটাগরিতে পুরস্কার পেলেন চুনতি ইউনিয়নের পাত্রিশা এলাকার শাহ মজিদিয়া এগ্রোর মালিক মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশ নেন এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত মহিউদ্দিন জানান, অনুষ্ঠানে বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীসহ উপস্থিত সকল দর্শনার্থীদের আমার নিজস্ব ফার্মের দুধ ও ডিম খাওয়ানো হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষন দাশ বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





