
কক্সবাজার থেকে নিজেই নোহা মাইক্রোবাস চালিয়ে ঢাকা যাওয়ার পথে ২০ হাজার পিস্ ইয়াবাসহ মো.জসিম হাওলাদার (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় নোহাটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারার রিংভং এলাকার পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো.জসিম হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, কক্সবাজার থেকে মাইক্রোবাস (নোয়া) চালিয়ে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিংভং এলাকায় থানার এসআই নাছির আহম্মদের নেতৃত্বে পুলিশি চেকপোস্ট বসানো হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি তল্লাশির একপর্যায়ে সাদা মাইক্রোবাসটিকে থামানোর জন্য বলা হলে তিনি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে পাকড়াও করে মাইক্রোবাসকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে বেশ কয়েকটি সাদা কাগজ মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা বহণকারী জসিম হাওলাদারকে আটক করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুলাহাজারা এলাকায় চেকপোস্ট বসিয়ে জসিম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা গ্রেফতার করা হয়েছে।





