Search
Close this search box.
Search
Close this search box.

কুতুবদিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সাগরপাড়ে মো. হোসেন শরীফ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি কক্সবাজারের উখিয়ার ডেইলপাড়া, এলাকা ওয়ালাপালং গ্রামের বাসিন্দা। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সমুদ্র সৈকতে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসে। পরে, মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করে এবং স্বজনদের খরব দেয়া হয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

0Shares