👤 কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলের দিকে এ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব উল আলম জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ধূরুং বাজার এলাকায় দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মো. নজরুল ইসলামের মুক্তা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা ২০ হাজার টাকা, আর ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মোহাম্মদ উল্লাহ কুতুবীর সৌদি ফার্মেসিকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ১৪(১) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেক, কুতুবদিয়া থানার এস আই আব্দুল খালেকসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এদিকে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ধূরুং বাজারের অন্যান্য ফামেসি মালিকেরা ফার্মেসি তালাবদ্ধ করে পালিয়ে যান।