👤 এম জিয়াবুল হক, চকরিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
দীর্ঘ ১৪ বছর পর মঙ্গলবার ধানের শীষের পক্ষে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আনুষ্ঠানিক গণসংযোগে নামছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দীন আহমেদ।
নির্বাচনী গণসংযোগ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে চকরিয়া ও পেকুয়া উপজেলা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।আগামী ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টানা ছয়দিনের নির্বাচনী গণসংযোগে সূচি প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও এনামুল হক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার ২ ডিসেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি অলিগলি ও গ্রাম-গঞ্জে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে যাচ্ছেন সালাহউদ্দীন আহমদ। দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলীয় মনোনয়ন পাওয়ার পর এটিই নির্বাচন কেন্দ্রীক প্রথম সফর।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছে, সালাহউদ্দীন আহমদ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করার লক্ষ্যে ২ ডিসেম্বর ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে সকাল ১১ দিকে অবতরণ করার কথা রয়েছে। পথিমধ্যে তিনি নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগে অংশগ্রহণ করার কথা রয়েছে।
একইদিন বিকাল ৩ টায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ কুতুবউদ্দিন।
এদিকে সালাহউদ্দীনের আহমদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া একইসঙ্গে ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় গণসংযোগের এলাকা নির্ধারণ ও সার্বিক বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
একইভাবে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজেতুর রহমান চৌধুরী টিপু নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন বিভিন্ন এলাকায় মতবিনিময় ও পথসভা করে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণকে উজ্জীবিত করে চলছে।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে গণসংযোগ কর্মসূচি সফল করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
ইকবাল হোছাইন বলেন, “প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন সালাহউদ্দীন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় প্রেরণা। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে তার গণসংযোগ সফল হোক।”
বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সালাহউদ্দীন আহমেদের নির্বাচনী সফর ঘিরে ইতিমধ্যেই চকরিয়া পেকুয়া উপজেলার প্রতিটি জনপদ উৎসবমুখর হয়ে উঠেছে, যেখানে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা উভয়ই এই সফরের অপেক্ষায় রযেছে।