👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) অধিকার আদায় পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে। গতকাল মঙ্গলবার থেকে এই কর্মবিরতি শুরু হয়। আগামী ১১ডিসেম্বর পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে বলে জানা গেছে।
পেকুয়া উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করে। এতে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীন আখতার, হামিদা জান্নাত, তাসনিন মোস্তারি তোফা, রেবেকা সুলতানা, রিনা মমতাজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মুবিনুল হক, মোহাম্মদ ইব্রাহিম, পরিবার কল্যাণ সহকারী মুর্শিদা খানম, ছাদেকা খানম, সায়েদা আফরিন, রোকেয়া বেগম, সাইতুন্নেছা রুমি, শাহেনা আকতার, ঝিনু আকতার, হেলেন আকতার, তাহমিনা ইয়াসমিন প্রমুখ।
একরপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (MOHFW) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (MEFWD) অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন (DGFP) রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) পদধারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি (রাজস্বখাতভুক্ত) পরিবার কল্যাণ পরিদর্শিকা (৫,৭১০ জন), পরিবার পরিকল্পনা পরিদর্শক (৪,৫০০ জন) ও পরিবার কল্যাণ সহকারী (২৩,৫০০ জন) পদধারীগণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, 24/7 (সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কার্যক্রমে 'দশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যুহ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দূঃখের বিষয় যে, আমাদের চাকুরী রাজস্বখাতভূক্ত কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। উল্লেখ্য যে, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল অসম্পূর্ণ ও দীর্ঘসূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও তদন্তের নামে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। এভাবে তদন্তের নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি।
পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের দাবি
দাবি নয়, নিয়োগ বিধি আমাদের চাকুরীগত মৌলিক অধিকার। আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে গত ২১ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি এবং অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ইতিঃপূর্বেও কর্তৃপক্ষের নিকট চাকুরীর শুরু থেকে দীর্ঘ প্রায় ২৬ বছর যাবৎ লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। অপরদিকে ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতির আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য তার কোন কার্যকরী অগ্রগতি হয়নি। সংগত কারণে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়ভাবে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলো। (১) মাসিক রিপোর্ট (MIS ও Mis/অফলাইন ও অনলাইন) প্রদান বন্ধ। (২) ০২/১২/২০২৫ থেকে ১১/১২/২০২৫ তারিখ পর্যন্ত পূর্ণ কর্ম বিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান। (৩) আসন্ন (০৬-১১ ডিসেম্বর ২০২৫) পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন। (৪) আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।