Search
Close this search box.
Search
Close this search box.

যোগদান করেছেন চকরিয়ায় নতুন ইউএনও শাহীন দেলোয়ার

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাহীন দেলোয়ার। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্টানিকভাবে দায়িত্ববার গ্রহণ করেছেন। বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান নবাগত ইউএনও শাহীন দেলোয়ারকে দায়িত্ব হস্তান্তর করে বুধবার চকরিয়া থেকে বিদায় নেন।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মোহাম্মদ আতিকুর রহমান। এক বছর সাতদিন পরে মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাবিসক্ত হলেন সিলেট বিভাগীয় কার্যলয়ের সিনিয়র সহকারি কমিশনার থেকে ইউএনও পদে পদোন্নতি হওয়া মোহাম্মদ শাহীন দেলোয়ার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, সদ্য বিদায়ী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁরস্থলে সিলেট বিভাগীয় কমিশনরা কার্যলয়ের সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ শাহীন দেলোয়ারকে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে নতুন ইউএনও মোহাম্মদ শাহীন দেলোয়ার চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ববার গ্রহণ করেছেন।

নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, সকালে যোগদান করেছি। সব কিছু ঘুছিয়ে নিয়ে উপজেলার উন্নয়নসহ নানা কার্যক্রমে কাজ শুরু করবো। সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে আগামীদিনে চকরিয়াকে সুন্দর একটি উপজেলা বির্নিমাণে কাজ করতে চাই।

0Shares