👤 মুহাম্মদ নাজিম উদ্দিন
চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের অনুসারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়া–লোহাগাড়া সীমান্তবর্তী ঠাকুর দিঘী বাজার এলাকায় এ অবরোধ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চনার খবরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঠাকুর দিঘী বাজারে একত্রিত হয়ে মশাল মিছিল বের করেন। মিছিল থেকে ফিরে তারা সড়কে গাছের ডাল ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক পুরোপুরি অবরোধ করে। হঠাৎ এ অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। ফলে হাজারো যাত্রী দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা নাজমুল মোস্তফা আমিনকে দেওয়া বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিও জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমান বলেন,আমি বর্তমানে সাতকানিয়ার বাইরে অবস্থান করছি। নাজমুল মোস্তফা আমীনকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে কিছু কর্মী সমর্থক সড়ক অবরোধ করেছে বলে শুনেছি।