
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং দুই সাংবাদিকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কেরানিহাট–বান্দরবান সড়কের সত্যপীর মাজার এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে দুপুর আড়াইটার সময় সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন—বান্দরবানের আর্মিপাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) এবং মোহাম্মদ কাদের। আহতদের মধ্যে রয়েছেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক খবরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পূবালী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম উজ্জ্বল তালুকদার (৫০) সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আর আড়াইটার দিকে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারাই লাশ উদ্ধারসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কালিয়াইশ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার অজিত কান্তি দাশ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত উজ্জ্বল তালুকদার একজন কৃষক। রেল লাইনের পাশে তার দামি জমি থেকে ধান কেটে বাড়িতে তোলার অপেক্ষায় ছিল। কৃষিকাজ করার সময় অবসরের লাইনে বসা অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।




