👤 ডেস্ক রিপোর্ট
পেকুয়ার উপজেলা তিনবারের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাফায়েত আজিজ রাজুর আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে পেকুয়ার মগনামার এক পথসভায় রাজুকে মঞ্চে তুলে নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনে মনোনীত বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
শাফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার পর থেকে ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ আওয়ামী লীগ আমলে দলের আদেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।