Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে বিল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের একদিন পর বিলের পানি থেকে নাঈম (৫) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ৬টার দিকে নিহতের বাড়ির সংলগ্ন বিলের পানি থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া গ্রামের ছৈয়দ নুরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে নাঈম আর ফিরে আসেনি। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন বিলের পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা শিশুটির লাশ উদ্ধার করেন।

জালালাবাদ ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

0Shares