
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমার প্রথম কাজ হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা। এটিই হবে বিএনপি সরকারের প্রথম প্রকল্প। আমি আপনাদের সন্তান হিসেবে এই প্রতিশ্রুতি দিচ্ছি।
টানা ছয়দিন নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ প্রচারণার শেষদিনে রোববার কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের প্রতিটি জনপদে চষে বেড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
বেলা এগারোটার দিকে হারবাং রাখাইন পাড়ার জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় তিনি রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দাবি-দাওয়া গুলো আগামীতে নির্বাচিত হলে বাস্তবায়নের আশ্বাস দেন।
তিনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হবে। তখনই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণটা বাধ্যতামূলক হবে। সুতরাং তার আগেই মহাসড়ক ছয়লেনে উন্নীত করা হবে।
একইসঙ্গে আপনাদের কাছে কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত জনপদ উত্তর হারবাংকে আলাদা ইউনিয়ন হিসেবে উপহার দেব। যাতে করে এই অঞ্চলের জনগণ সরকারি সবধরনের নাগরিক সেবা সহজে পেতে পারে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে তা এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বের কারণে আপোষহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এ দেশের জনতা।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এ কারণে দেশের মানুষ তাকে গণতন্ত্রের মা উপাধী দিয়েছেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার সুস্থতা কামনা করে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে এবং এর সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা প্রচারে নামবেন। দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
একইদিন বিকালে হারবাং ইউনিয়নে মৌলভী ছাঈদুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ এর সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম,
বিএনপি নেতা অধ্যক্ষ এমএ মনজুর, লায়ন শফিউল্লাহ, শোয়াইবুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম ছাবু, ছাবের আহমদ ছাবুল হক, কুতুবউদ্দিন, নুর মোহাম্মদ মানিক, রুবেল সিকদারসহ অনেকে।





