Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে মসজিদে তালা ভেঙে চুরি

কক্সবাজারের ঈদগাঁওয়ে মসজিদে দানবাক্সের তালা ভেঙ্গে টাকা, মাইক্রেফোন সেট ও লাইট চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী খুইল্ল্যা মিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবনেতা মো. আলমগীর চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানান, রবিবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যাই। সোমবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। এসময় মসজিদের তালা খুলা দেখে আজান দিতে যাই। মাইক সেট না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় তালা কেটে চোর মসজিদে প্রবেশ করে মাইক্রোফোন সেট, লাইট ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। 

এ বিষয়ে মসজিদের সভাপতি বাহাদুর আলম জানান, মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা ও মাইক্রেফোন সেট, লাইট চুরি করে নিয়ে গেছে। এর আগেও বৈঠকখানা থেকে সৌর বিদ্যুতের লাইট-গাছের ডাব চুরি হয়েছে। 

এ বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনাক কান্তি জানান, এ ধরনের ঘটনা কেউ জানায়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। 

0Shares