
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে।
রোববার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন“মোহনায়” এই সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোঃ জায়নুল আবেদিন, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদুল আলম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ছালেক উজ-জামান, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-উর রশিদ, বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইসমাইল মানিক।
এসময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামী, উপজেলা বিএনপি, নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ, চকরিয়া-বেসরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চকরিয়া বিজয় মঞ্চস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্টানের সুচনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
একইদিন সকালে চকরিয়া উপজেলা পরিষদের পাশে মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক মনোমুগ্ধকর ডিসপ্লে এবং অভিবাদন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সভায় চকরিয়া বিজয় মঞ্চের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চকরিয়া থানা পুলিশকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।





