Search
Close this search box.
Search
Close this search box.

প্রেমিকার ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে পালালো প্রেমিক

প্রেমের অভিনয় করে দেখা করতে এসে কৌশলে প্রেমিকার ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়া সেই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল কাসেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনি গ্রামের আবু তাহেরের ছেলে এবং বর্তমানে ঢাকার আশুলিয়া থানার ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে গত ২০ জুলাই ফেসবুকের মাধ্যমে কাসেদ আলীর পরিচয় হয়। এরপর থেকে হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ চলতে থাকে। গত ২০ অক্টোবর সকালে কাসেদ আসমার সঙ্গে দেখা করতে যশোরে আসেন। আসমা তাকে শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান। দুপুরে খাওয়া-দাওয়ার পর আসমা তার ভ্যানিটি ব্যাগটি রেখে পাশের রুমে যান।

আসমা খাতুনের অভিযোগ, পাশের রুমে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখেন তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ১৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার গহনা উধাও। যার বাজারমূল্য ৩০ লাখ টাকা। পরে কাসেদের নম্বরে কল দিলে তা বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, মামলা গ্রহণের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি আবুল কাসেদের অবস্থান শনাক্তের পর বুধবার ভোরে ঢাকার আশুলিয়ায় তার বর্তমান বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে কাসেদের ঘর থেকে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি ব্রেসলেট এবং দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়। বুধবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

0Shares