Search
Close this search box.
Search
Close this search box.

বোনদের পৈতৃক সম্পত্তি বঞ্চনার অভিযোগ ডিপজলের বিরুদ্ধে

পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে বিপাকে জড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন অভিনেতার চার বোন।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে সংবাদ সম্মেলনে চার বোন দাবি করেন, প্রায় ৪০ বছর ধরে বাবার সম্পত্তিতে তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করেছে ডিপজলসহ তাদের তিন ভাই। বহুবার আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান হয়নি বলেও অভিযোগ তাদের।

এ অভিযোগের প্রতিক্রিয়ায় সোমবার (৮ ডিসেম্বর) দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন ডিপজল। সেখানে তিনি বোনদের অভিযোগকে ‘মিথ্যা অপবাদ’ বলে উল্লেখ করেন। লেখেন, ‘সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে, তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়। বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেবো, ইনশাআল্লাহ।’

ডিপজল লিখেছেন, ‘আমার বোনদের আমি সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি, এ কথা আমার এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন। একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন, তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি। অথচ, তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমি আমার পক্ষ থেকে একটি বড় অংকের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছি। আজ ক্যামেরার সামনে তিনি যেন সব ভুলে গেলেন! পর্দায় অভিনয় আমি করি, বাস্তব জীবনে নয়। যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম।’

ডিপজল লেখেন, ‘আরেক বোন বলেছেন, ১১ বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অথচ মাত্র দুই মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময়ই আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এতো কিছু লিখে শেষ করা সম্ভব নয়।’

প্রশ্ন তুলে ডিপজল লেখেন, ‘৩৫ বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এমন মিথ্যা বলছে, এ প্রশ্ন আমারও আছে। যদি সত্যিই কোনো দাবি থাকত, ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের ২-৩ গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আমি ডিপজল, আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দেই না আল্লাহর রহমতে, আর তারা তো আমার আপন ভাইবোন।’

স্ট্যাটাসে ডিপজল লেখেন, ‘যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি, সেই বোনের মুখেই আজ এমন কথা শুনতে হলো, এটা সত্যিই কষ্টের। আমি দেশবাসীকে অনুরোধ করছি, মামলার সব কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আদালতেই সত্য প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।’

নিজের অসুস্থতার কথাও উল্লেখ করেন এ অভিনেতা। লেখেন, ‘জীবনে যতটুকু পেরেছি তাদের জন্য করেছি। আরও সময় পেলে হয়তো আরও করতাম। জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহই সবকিছুর উত্তম বিচারক।’

0Shares