Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে নিখোঁজ ভারসাম্যহীন ব্যক্তিকে খুঁজে পেল ট্যুরিস্ট পুলিশ

মানসিকভাবে ভারসাম্যহীন যুবক মোহাম্মদ পারভেজ (৩৩)। ঘুরতে এসে দলছুট হয়ে কক্সবাজার সৈকত এলাকায় হারিয়ে গিয়েছিলেন তিনি।

পারভেজের দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে পরিবার, জানানো হয় প্রশাসনকে। অবশেষে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে ‘ইমার্জেন্সি রেসকিউ উইং’ এর প্রযুক্তি ও কৌশলগত প্রচেষ্টার মাধ্যমে তাকে খুঁজে বের করতে সক্ষম হয় কক্সবাজার টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে আপন ভাইয়ের কাছে পারভেজকে হস্তান্তর করা হয়। পারভেজ তার ভাইকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, নিখোঁজের সংবাদ পাওয়া মাত্রই ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তৎপরতা শুরু করে। পরে ছবি ও পোশাকের তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারভেজকে সৈকতের একটি পয়েন্টে পাওয়া যায়।

0Shares