
কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত টানা ছয়বছর প্রাণের পাঠশালায় লেখাপড়া শেষে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোছাম্মৎ মুজিবুন নাহার।
সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সাবেক সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। পরে তিনি শিক্ষকদের সঙ্গে নিয়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও একটি করে গোলাপ ফুল তুলে দেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের অনাগত জীবনের পথচলায় সমৃদ্ধি কামনা করে দোয়া করেন তাদের দীর্ঘদিনের শিক্ষাগুরু সম্মানিত শিক্ষকমণ্ডলী। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থী সবাইকে মাধ্যমিকস্থরে ভালোভাবে লেখাপড়া করার নানাবিধ অনুপ্রেরণা ও উপদেশ দেন শিক্ষকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু এবং অভিভাবক ও বিদায়ী পঞ্চম শ্রেনীর সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বিদ্যালয়ের পক্ষথেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীরা কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আনন্দে বিমোহিত হন।





