
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের ১২ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
দুইদিন আগে চকরিয়া থানায় যোগদান করেছেন তিনি। এরমধ্যে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে নেমেছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ওসি মনির হোসেন সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসারদের সাথে নিয়ে উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ও ডেমুশিয়া ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ওসি মোঃ মনির হোসেন দুই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোর লোকেশন নিরূপণ, আশপাশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তিনি প্রতিটি কেন্দ্রে স্থানীয় পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করে নির্বাচন-দিনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এবিষয়ে জানতে চাইলে ওসি মোঃ মনির হোসেন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি প্রস্তুতি এবং তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে।”
নির্বাচন ঘিরে চকরিয়া থানা পুলিশের এই পরিদর্শন কার্যক্রম স্থানীয় জনসাধারণ ও ভোটারদের মাঝে নিরাপত্তা জোরদার বিষয়ে আস্থা বাড়াবে বলে আমরা মনে করি।





