
কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার নিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে তিনি চকরিয়া পৌরসভা মিলনায়তনে উপস্থিত হয়ে পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন।
তাঁর আগে ইউএনও মোঃ শাহীন দেলোয়ার চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে পৌরসভার সম্মেলনকক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ শাহীন দেলোয়ার। এসময় উপস্থিত ছিলেন
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ লোকমান, প্রকৌশলী মুজিবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, কর নির্ধারক ফরিদুল আলম, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, সহকারী বাজার পরিদর্শক জানে আলম, নকশাকার আবু রাশেদ মো. জাহেদ উদ্দিন, বিদ্যুৎ লাইন পরিদর্শক ফরিদুল আলম, সাবেক বাজার পরিদর্শক বশির আহমদ, সিনিয়র অফিসার মোস্তাক আহমেদ, এমরান হোসেন, রাশেদ কামাল, রিদুয়ানুল হক, কর আদায়কারী আরিফুল মোস্তফা, অফিস সহকারি আবদুল হামিদ, স্যানেটারি পরিদর্শক হায়দার আলী, সড়ক বাতি পরিদর্শক রাজিফুল মোস্তফা, ঠিকাদানকারী সুপারভাইজার নাজিম উদ্দিন, আওলাদ কামাল, ঠিকাদানকারী রফিকুল আলম, আবদুল লতিফ, চম্পক দত্ত, রুবি আক্তার, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম, সার্ভেয়ার আবদুস ছমত, সার্ভেয়ার শফিকুল কাদের, রোলার চালক রুবেল, মাহমুদুল করিম, জোবাইর, অফিস সহকারী আলী আকবর, অফিস সহায়ক খোকন কুমার চৌধুরী, আব্বাছ উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, শফিকুল কাদের, শেফায়েত হোসেন, নুরুল আমিন, হারুন ও বাগান মালি সেলিম প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত পৌর প্রশাসক ইউএনও মোঃ শাহীন দেলোয়ার চকরিয়া পৌরসভার প্রতিটি মানুষের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে নির্দেশনা দেন। তিনি পৌরসভার চলমান উন্নয়ন কাজ গুলো স্বচ্ছতার মাধ্যমে টেকসই ভাবে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে তাগিদ দেন। একইভাবে চকরিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে বেশি সজাগ থাকার আহবান জানান।
মতবিনিময় সভায় পৌর প্রশাসক শাহীন দেলোয়ার চকরিয়া পৌরসভা থেকে অন্যতম নাগরিক সেবা বিশেষ করে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ পেতে জনগণকে সবধরনের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি সভায় বলেন, পৌরসভার সকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে আমরা চকরিয়া পৌরবাসিকে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে পারবো।





