Search
Close this search box.
Search
Close this search box.

বদরখালী সমবায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালীতে উৎসবমুখর আয়োজনে সমবায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার। 

উদ্বোধনী ম্যাচে প্রবাসি কল্যাণ সমবায় সমিতি একাদশ বনাম গোরকঘাটা ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ণ খেলায় ২ গোলে জিতে প্রবাসি কল্যাণ সমিতির ফুটবল টিম।

জানা গেছে, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে সমবায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 

উদ্বোধনী উপলক্ষে তাঁর আগে স্টেডিয়াম মাঠে এক সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বদরখালী সমিতির সম্পাদক মঈন উদ্দিন, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কাদের সাব্বির, সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইমাম উদ্দিন মনির প্রধান শিক্ষক মোঃ রুহুল কাদের, বিএনপি নেতা মিনহাজ উদ্দিন মাসুম প্রমুখ। 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়াম কমিটির সভাপতি বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার আবুল হাশেম,সম্পাদক দিদারুল ইসলাম মজিদ, বদরখালী ইউনিয়ন পরিষদের মেম্বার, বদরখালী সমিতির পরিচালক ও  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগী সুধীজন উপস্থিত ছিলেন।

0Shares