👤 ডেস্ক রিপোর্ট
অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে পর পর দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলতে যায় যুবা টাইগাররা। জয়ে দিয়ে এবারের আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে আজিজুল হক তামিমের দল।
শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। ফয়সাল শিনজাদার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান।
৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে ১০৩ রান করেন ফয়সাল। এছাড়া উজাইরুল্লাহ নিয়াজি ৫৫ বলে ৪৪ ও আজিজুল্লাহ মিয়াখিল করেন ৩৬ বলে ৩৮ রান। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন ও শাহরিয়ার আহমেদ নেন ২টি করে উইকেট।
২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে ১৫১ রানের জুটি গড়েন তারা।
রিফাত ৬৮ বলে ৬২ রান করে আউট হন। তার বিদায়ের পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন জাওয়াদ। তবে ১১২ বলে ৯৬ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। ৯ চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি।
এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে রানের চাকা সচল রাখেন অধিনায়ক আজিজুল তামিম। ৬৬ রানের জুটি গড়েন তারা। তাদের ব্যাটেই জয়ের ভীত পায় বাংলাদেশ।
কালাম ২৯ ও আজিজুল তামিম ৪৭ রান করে আউট হন। এরপর কিছুটা চাপে পড়ে আরও তিন উইকেট হারালেও ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানদের পক্ষে খাতির স্টানিকজাই ও রহুল্লাহ আরব নেন ২টি করে উইকেট।