Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর পক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালালের সঞ্চালনায় সভায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার, ঈদগাহ রশিদ আহমদ কলেজ অধ্যক্ষ ফজলুল হক,ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ডা: মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাহ জাহানার ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী হারুনর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্থরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার  শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের মহান স্বাধীনতায় তাদের প্রশংসনীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

0Shares