
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মহান বিজয় দিবসের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর (রবিবার) দুপুরে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, জব্বারিয়া দাখিল মাদ্রাসা ও ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এসময় বিজয় দিবস উদযাপন, চিত্রাংকন উপ কমিটির আহবায়কের পক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, সদর অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও, আবুনছর মোহাম্মদ হাচ্ছান, সদস্য উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, ও সদস্য ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।





