
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ ইউছুফ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ইউছুফ ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় শিশু ইউছুফ। পরে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুর থেকে বিকেলে ভাসমান মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন পোকখালী ইউনিয়ন পরিষদের সদস্য আজম খাঁন। তিনি বলেন, শিশু ইউছুফের মৃত্যুুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0Shares




