👤 সেলিম উদ্দীন, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন অফিস অরলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা ডাওয়া শিশুরা হলো ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জুমনগর অরলতলী গ্রামের রমজান আলীর ছেলে মোহাম্মদ রাফি (৭) ও একই এলাকার মো. হোসেনের মেয়ে সানিয়া (৮)। তারা দুজনই একটি নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাহাড়ি জনপদ অরলতলী গ্রামে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সাঁতার না জানায় পানিতে তারা তলিয়ে যায়। পাশের অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি সদস্য আবদু শুক্কুর। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্য্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।