Search
Close this search box.
Search
Close this search box.

ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযান, ২৬ হাজার ৮০০ ঘনফুট বালি জব্দ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় ২৬ হাজার ৮০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। তবে, জড়িতরা সরে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে  কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁওর অতিরিক্ত দায়িত্বরত  শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ গজালিয়া এলাকায় অবৈধ বালি মহালে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বালি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৬ হাজার ৮০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। জব্দকৃত বালি বিধি মোতাবেক প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  তাছাড়া অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে ঈদগাঁও থানার এএসআই নজরুল ইসলাম,  ঈদগাঁও, ভুমি অফিসের সহকারী কর্মকর্তা আবদু জব্বার, আবদু শুক্কুরসহ পুলিশের একটি টিম অংশ নেন।

0Shares