👤 এম জিয়াবুল হক, চকরিয়া
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে
বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ গ্রহন ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদের পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন সম্মিলিতভাবে প্যারেড গ্রাউন্ডে দাড়িয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
কুচকাওয়াজ গ্রহন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদের পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় ইউএনও মোঃ শাহীন দেলোয়ার ফুলের শুভেচ্ছায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মাননা জানান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন দেলোয়ার এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন,
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, প্রাণীসম্পদ অফিসার আরিফ উদ্দিন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) দিলীপ দে, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ডিসপ্লে উপহার দিয়ে বিজয়ী শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।